দূরের মানুষকে আপন করি
আপন মানুষকে আরো আপন,
সবার মাঝে বেঁচে থাকতে চাই
ভালবাসা পেতে চাই আমরণ।
কিন্ত আপন মানুষ পর হয়ে যায়
দূরের মানুষের ভিড়ে,
দূরের মানুষও যখন দূরে চলে যায়
থাকি একাকি শূণ্য নীড়ে।
কাছের মানুষগুলো এক সময় ফিরে আসে
দূরের মানুষগুলো ছাড়া,
এই সম্পর্কগুলো কখনো ছেঁদ হয়না
যা অদৃশ্য বন্ধনে গড়া।
দূরের মানুষগুলো যে দূরেই থাকে
আসেনা আর ফিরে,
ক্ষণিকের এই সম্পর্ককে
ভুলে যায় তারা ধীরে ধীরে।
কাছের মানুষগুলো ক্ষণিকের তরে
যদিও হয় পর,
দীর্ঘ জীবনের শেষ প্রান্তে
এরাই নেয় ভালমন্দের খবর।