রুদ্রমূর্তি করোনা যুদ্ধের সৈনিক
ডাক্তার মঈন উদ্দীন,
অসীমের পথে পাড়ি জমালেন
বাজিয়ে বেদনার বীণ।


লোকে বলে ডাক্তার সাহেব
করলেন মৃত্যু বরণ,
আমি বলি ওরে শুধু মানুষ নয়
হয়েছে নক্ষত্রের পতন।


মানুষের তরে প্রাণ দিল যে
ক্ষয় নাই যে তার,
সহস্র মনুষ্য শিশু জন্ম নিবে
ডাক্তার মঈন হয়ে বার বার।


আজ হারিয়ে কাঁদি মোরা
ডাক্তার মঈন কই?
করোনা যুদ্ধে শহীদ যে সে
বুঝবে কি তা প্রাণের সই!


নিবেদিত প্রাণ লড়াকু সৈনিক
লড়ে গেছেন সম্মুখ সমরে,
বিনিদ্র রজনী কত পার করেছেন
মানব সেবার তরে।


যুগে যুগে দেশে দেশে
যারা বাঁচায় মানব প্রাণ,
ইতিহাসের পাতায় লেখা থাকুক
তাদের অসামান্য অবদান।


অন্য প্রাণ বাঁচাতে যে প্রাণ হারায়
আলোতে কিংবা আঁধারে,
কেউ বলুক কিংবা না বলুক
আমি বীরযোদ্ধা বলি তারে।


মানব সেবায় শত ডাক্তার
করলেন নিজেকে উৎসর্গ,
করজোড়ে মিনতি করি প্রভু
নসিব করিও তাদের স্বর্গ।


--------------------------------------------


কিছু কথাঃ ১৫ এপ্রিল,২০২০ সকাল ৭:৩০ মিনিটে করোনা ভাইরাসের করালগ্রাসে মারা গেলেন এম এ জি ওসমানী মেডিকেল কলেজ,সিলেট এর মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা.মঈন উদ্দীন।


নিবেদিতপ্রাণ এই মানুষটি  কৃতিত্বের সাথে এম বি বি এস, এফ সি পি এস, এম ডি সম্পন্ন করে হয়েছিলেন মেডিসিনের একজন মেধাবী শিক্ষক এবং চিকিৎসক। কর্মজীবনে সিলেটের দক্ষিণ সুরমা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা দিয়েছেন বহুদিন। পরবর্তীতে যোগ দিয়েছিলেন সিলেট মেডিকেল কলেজে।
একজন বীরকে আমরা হারিয়েছি।
মহান আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার কাছে প্রার্থনা তিনি যেম মরহুমকে জান্নাত নসীব করেন।