হাঁটছি-পড়ছি-লিখছি  নিঃশ্বাসও ফেলছি  কিন্তু বেঁচে আছি  কই !
অভ্যাস কেড়েছে সময় ,জীবন উদরে বন্দি হয়েছে
মন শরীরের টানে হচ্ছে আরো লোভী
প্রতিদিন গভীর রাতে শুনতে পায় একটা শোরগোল | অজস্র পোকামাকড় অনবরত চাইছে
ভেঙে বেরিয়ে আসতে | কতদিন আটকাবে তাদের !
-ঘুম , সে তো গেছে কৈলাসে স্বপ্ন কিনতে !
ভোররাতে মাঝে মাঝে আল্পসে বেড়াতে যাই ,দেখি ঝাঁকে ঝাঁকে পুতুলের আত্মহত্যা !
নগ্ন পর্বতের পাদদেশ বড়ই ক্লান্ত মৃতদের কোলে নিতে নিতে ,কিন্তু তাদের সমাধি দিচ্ছে কে !
ভয় পায় নিকৃষ্ট এই আত্মা ,ফিরে আসে ছোট্ট ঘরের একফালি বিছানায় ,গুটিয়ে যায় সব ভাবনা,
দরজার ফাঁক দিয়ে যে কিছু উঁকি দেয় -দেখো শেষটা যেন ভালো হয়/ভূমিকাতেই না সমাপ্তি হয় !
যাও বেড়া দাও , শক্ত শিকলের বেড়া ,সিঁড়ির ঘরে আলো জ্বালো
আঁধার , সে তো ভিতরে ! শরীর-মন সব বাধা পড়েছে কাবুলিওয়ালার কাছে
জীবনভর দিতে হবে সুদ ; তোমার পথে তোমাকে যে খুঁজবো
তার সাধ্যি কই ,সামনে কে দাঁড়িয়ে -
ভীতু না !