আমি চড়া দাম দিয়ে সুখ কিনবো
ভালোবাসা পড়ে থাকবে চিলেকোঠায়
এক বিন্দু রোদ তার যত্ন নিবে
ছুটির দিনে ঘুরতে যাবে তেপান্তরে
আমি পড়ে রইবো সুখ নিয়ে
একা; এই হুহু প্রান্তরে!
একদিন শুনতে পাবে আমার চোখের মৃত্যু সংবাদ
তুমি কিনতে থাকবে জাগতিক সুখ
একদিন তুমি ভালোবাসা কিনতে চাইবে
আমার চিলেকোঠায় উঁকি দেবে
দেখবে পড়ে আছে কিছু ধুসর পালক
দূরে একটা কৃষ্ণচূড়া গাছে একটা আদিম কাকাতুয়া
আর একটা চড়ুই পাখি
তোমার চোখ পুড়বে
তুমি আরও ভালোবাসা কিনতে চাইবে
ঘুরবে ব্রাসেলস থেকে মন্টানা
খুঁজতে থাকবে একজোড়া মলিন চোখ
যাকে বহুকাল আগে ফেলে এসেছ চিলেকোঠায়
যে এখন পাখি হয়ে বাসা বেঁধেছে ছোট্ট এই গাছে।