পৃথিবী জুড়ে কোলাহল
বসে আছি এই রক্তিম উদ্যানে
গাড়ির হর্ন, পাখির কিচিরমিচির
কাঠমিস্ত্রীর ঠুকঠুক, হকারের হাঁকডাক
সবকিছু ছাপিয়ে হঠাৎ সন্ধ্যা নেমে আসে
আজান হয় উদ্যানজুড়ে
মনে হয় ইশ্বরের সাথে যুদ্ধে লিপ্ত হই
কিন্তু আমি দুর্বল জীবাণু মাত্র!
মাথার উপর দিয়ে উড়ে যায় মিগ বিমান
মন ফিসফিস করে বলে,-
বুক পেতে দাও, মিলিয়ে যাও
আমি কেঁপে উঠি ভয়ে
গ্রেনেডের মতন তেড়ে আসে সঙ্গম শেষের কবিতা
আছড়ে পড়তে পড়তে আমার চোখ যায় আকাশে
বাঁকা চাঁদের বেশ ধরে হাসতে থাকে ঈশ্বর!