তুমি আমার জীবনের ঘাস ফড়িং
আমার মৃত নদীর চারপাশে তোমার বসবাস
সন্ধ্যায় শুরু হয় তোমার নিয়ন্ত্রণহীন উড়া উড়ি
আমার শহরজুড়ে নেমে আসে নীরবতা
কিছুক্ষন জীবন পান করার তীব্র ইচ্ছা
তারপর ঘুটঘুটে কালো অন্ধকার
বিশ্বাস করো প্রিয় তোমার ওই আলোকিত পৃথিবীর
প্বার্শ্বপ্রতিক্রিয়ায় আর একটাও জোনাকি নেই
আমি একা, ভীষণ একা অন্ধকার এই উদ্যানে।