আকাশের দিকে তাকালে
জীবনে নেমে আসে শুন্যতা,
সূর্যের দিকে তাকালে
পুড়িয়ে দিতে ইচ্ছে হয় নিজেকে।
তারার দিকে তাকালে
খুজে ফিরি সুখ তারাটি,
চাঁদের দিকে তাকালে
নিজেকে নিঃশ্ব লাগে,
নদীর তীরে দাড়ালে
নিজেকে খুজে পাই একা আমি।
নিঃশ্ব আমি একা আজ
হারিয়ে যাব অনন্ত কালের পথে,
যাব হারিয়ে না ফেরার দেশে
পড়ে রবে স্মৃতি সবার মাঝে।
কবিতার চরনে করিও স্বরন
মৃত্যুকে যখন করিব বরন।