আজো কেন রক্ত ঝরে
শাসকের হাত কেন লাল?
বলতে শুনেছি গুজব
রং দিয়ে সেজেছে সব।
তবে কেন কাঁদে মা
সহপাঠিরা অশ্রু ঝরায়?
কিনে এনেছিলো নতুন কলম
লিখতে আগামীল পথ চলা!
তবে কেন সে হাতে আজ
নাঠি নিয়ে রাজপথে তারা?
বাচাঁর মত বাচঁতে চাই
নিরাপদ সড়ক চাই!
এটা নয়কি মোদের অধিকার?
তবে কেন গনতন্ত্রের নামে
নির্বিচারে বুলেট ছোড়া হয়।
নেচেছে তরুন নেমেছে ছাত্র
নেমে এসো রাজপথে জনতা।
অধিকার মোদের আদায় করিতে
আর হব না পিছ পা—
বাচাঁর মত বাচঁতে চাই
নিরাপদ সড়ক চাই!