জানি না হবো কিনা মহা কবি,
তবু তোমারি তরে এ লেখনী।
আমি পারিনি কিছু বলতে
তাই চাই তোমারী কথা
কবিতায় মাঝে লিখতে।
তোমার প্রতিটি কথাই হবে
আমার এক একটি ছন্দ।
যে ছন্দের মাঝে আমি প্রতি মুহুর্ত
তোমাকে অনুভব করতে পারবো।
আমি অনুভব করতে চাই তোমাকে  
আমার প্রতিটি নিশ্বাসে।
আমি অনুভব করতে চাই তোমাকে
আমার প্রতিটি বিশ্বাসে।
আমি অনুভব করতে চাই তোমাকে
আমার চলার পথে।
আমি অনুভব করতে চাই তোমাকে
আমার একাকীত্বে।
আমি অনুভব করতে চাই তোমাকে
জীবনের প্রতিটি ক্ষনে।
আমি অনুভব করতে চাই তোমাকে
জীবনের পড়ন্ত ক্ষনে,
যখন আমি অপেক্ষায় থাকব
আমার শেষ নিশ্বাসের।
তখন ও আমি অনুভব করতে চাই
তোমাকে আমার হৃদয় মাঝে।
তুমি শুধু আমার শুধুই আমার।
আমার ভাল থাকা না থাকা
সবই তোমায় দিলাম।
তুমি হাসালে হাসবো আমি,
তুমি কাঁদালে কাঁদবো।
তুমি বাচালে বাচবো আমি
আর মারিলে মরিবো।
আমার সবই দিলাম তোমায়।
তুমি রেখো যতনে
হৃদয়েরও গহিনে-
ভালবাসা দিয়ে বাধিও আমায়
না যাই যেন মরে।