সেদিন ছিল না পুর্ণিমার রাত
ছিলনা আকাশে এক বিন্দু চাঁদ,
ছিল না জোসনার কোন ছায়া।
তবুও আলোকিত ছিল রাত!
তুমি আছ দাঁড়িয়ে নদীর বুকে
আলোকিত করে মোর জীবন,
বসে আছি আনমনে, নিরবে নিবৃত্তে
ভাবছি তোমায় নিয়ে সারাক্ষণ।
আমি বসে আছি তোমারী প্রতিক্ষায়
আসবে কি ফিরে এই অবেলায়!!!
ফিরবে কি তুমি এই রাতে??
মুছে দিতে আমার চোখের জল!!
ফিরে এসো ফিরে এসো যেওনা চলে
এভাবে আমায় একলা ফেলে,
জীবনের প্রতিক্ষনে তোমায় চাওয়া
ভালবাসা সে কি আমার হবে না পাওয়া।



রচনাকালঃ ৬ই ফেব্রুয়ারী ২০১৬