অঝোরে কাঁদছে আজ মানবতা!
তারই পানি যেন প্রতিদিন
রক্ত হয়ে ঝরছে?
কাঁদার কোন শব্দ নেই
তবুও বাতাস ভারি হয়ে আসছে।
কোথায় দাড়িয়ে আজ আমরা?
সভ্যতা সভ্যতা বলে চিৎকার করি।
কোথায় আমাদের সভ্যতা?
কোথায় আমাদের আধুনিকতা?
সভ্যতা কি আজ-
দেখছে না মানবতা?
নাকি তার চোখও
আইনের মত--
কালো কাপড়ে বাধা?