কষ্ট নিয়ে এ পথ চলা
নিজের সাথেই কথা বলা।
যে ছিল আপন! গেল সে দুরে।
বুকের ব্যাথা বুঝে না সে
মুখের কথায়ই গেল সে সরে।
তার বিরহে কেদেঁছি নিরবে
চোখের জল শুধুই ঝরে।
বুঝেনি তবু সে মনের ব্যাথা
হৃদয়ের যত লুকানো কথা।
দেখেছো বাহির দেখোনি ভিতর
দেখোনি আমার লুকানো অন্তর।
সদা শুনেছ মুখেরই কথা
কভু বুঝনি আমার হৃদয় কথা।


(সামান্তা তোমায় ছেড়ে আজ আমি অজানা পথের পথিক)