মোরা বলতে চাই
মোরা নির্দিধায় বলতে চাই
বন্ধ করো এ জুলুম-অত্যাচার।
শোননি কি কখনো তোমরা
বাংলার জনগনের হুংকার!
তবে কেন করো এতো রক্তপাত?
কত রক্ত তোমাদের প্রয়োজন?
ভেবে দেখ তোমরা একবার?
কেড়ে নিয়েছো অনেক রক্ত,
করেছ তোমাদের শাসন পোক্ত।
তবে কেন আজো করো এতো অত্যাচার?
কত জুলুম আর সহ্য করা যায়?
দেখোনি কি তোমরা এ বাংলার প্রতিবাদ
বায়ান্নর ভাষা আন্দোলন স্বরণ কর একবার
স্বরণ কর একবার ১৯৭১ সালের কথা
কিভাবে তুলেছি মোরা শোসকের বিরুদ্ধে হাতিয়ার
হরন করতে দেইনি মোরা মোদের অধিকার।
বন্ধ কর এবার এ অন্যায় অত্যাচার
না হলে তোমাদের আর কোন ক্ষমা নাই।
আর নয় নিশ্চুপ কিংবা প্রতিরোধ
এবার নিব মোরা প্রতিশোধ।