আজ সুন্দর একটা কবিতা লিখব
আজ দিনটা খুব সু্ন্দর, রাত ও তেমনি
সূর্যটা বলে গিয়েছে শুভ হোক।
তাই আমার কবিতার চরণও হবে সুন্দর
ভাবছি কি দেব এই সুন্দর কবিতার নাম
কবিতার তো অনেক রকমই নাম হয়
অনামিকা, বনলতা আরো কত কি?
আমার দেয়া নামটা হবে আরো ‍সুন্দর।
কারন- নামেই তো সব কবিতার পরিচয়
কবিতার জগতে আরো একটি নাম
যুক্ত করতে চাই এই কবিতার মাধ্যমে।
ভাবছি আনমনা রাখলে কেমন হয়?
না হবে না নামটা কেমন যেন বেমানান
একটা অসম্ভব সুন্দর নাম রাখতে চাই।
আচ্ছা সামান্তা রাখলে কেমন হয়?
হ্যা সামান্তা! সামান্তাই হবে—
কবিতার জগতের একটি উজ্জল নক্ষত্র।
সব নামের পিছনে একটি রহস্য থাকে
না রহস্য ভেদ করা আমার কাজ নয়।
আমার কাজ হল কবিতা লেখা
কারন- আমি যে এক নব্য কবি।
নাম খুজতেই হয়ে গেল কবিতা
তাই কবিতা নিয়ে আর ভাবা গেল না।
তাতে কি? সুন্দর নাম তো পাওয়া গেল
এ নামের কবিতা না হয় অন্য দিন লিখব।