জীবন যুদ্ধে প্রতিনিয়ত পিছিয়ে পড়ি
সম্ভলহীন হয়ে হারিয়ে যাই অন্ধকারে
বেচে থাকার আশা ত্যাগ করে চলে যাই
চলে যাই অন্য আর এক জগতে।
সেখানে খুজে বেড়াই বেচে থাকার সম্ভল।
কিন্তু ব্যর্থ হয়ে ফিরে আসি পরক্ষনে
জীবনের প্রতি অতিষ্ঠ হয়ে যাই তখন।
আর তখনই তোমার প্রতিচ্ছবি এসে
নতুন করে আশা সঞ্চয় করে বুকে
আবার নতুন করে বাচতে ইচ্ছা করে
নতুন করে বেচে থাকতে সংগ্রাম করি
আবার নতুন করে সাজাই ভেঙ্গে পড়া স্বপ্ন
কিন্তু যখন ভাবি তুমি শুধুই তো প্রতিচ্ছবি
তখন আবার হতাশ হয়ে পড়ি জীবন থেকে
প্রবল বেগে ধেয়ে আসি অন্য জগতে
প্রতিনিয়ত ভাবতে থাকি তোমরী কথা
কবে দিবে ধরা মোর জীবনে হে সামান্তা।