আহিত অনুভূতি !!!
নিশীথ নিভৃতে একা হারা দীপালি মায়ায়
অনিন্দ্য অতিথি হলেএসে তুমি শৈল্পিক ছায়ায়
শিউলির সফেদ শুভ্রতায় বলিহারি জলজ আকর
বিথোভেনে স্বপ্নের চাষ,স্বপ্নের পুষ্প বাসর
আরশীর সাজ মোহ মায়া,জলরং অনুক্ষণ
সিক্ত আবেগে দিলাম তোমায় অনুক্ত অনুরণ।


অনিন্দ্য স্বপ্নচারিনী !!!
এমন নিউরনের খেয়ালিপনায় রাজবন্দী করোনা
একটু না হয় ক্রন্দসী হও সুখতপ্ত জলে ভিজো না  
চুঁইয়ে চুঁইয়ে ছুয়ে যাক মিষ্টি কপোলর ভাঁজে  
নীললোহিত শিরায় কেন্দ্রমুখী আরোহীর লাজে
একটু না হয় দৃশ্যে দাঁড়াও চলন্ত বাস্তবতার রোলে
জীবনের পাঁচালী সিক্ত হোক প্রণয়ী আত্মবলে।


নির্ভরণ সময় !!!
সময়ের কোজাগরী এক অপরূপা নির্দয়
হাতছানি দিয়ে যায় ক্রমশ ব্যথাতুর পরকলায়
হৃদয় বিন্যস্ত হয় অছোঁয়া শালুকের মতো
নিরানন্দের কাননে ডাকে আহত স্বপ্ন শত শত
অতঃপর শেষ হয় জীবনের সব লেনদেন
জেগে থাকে দুটি চোখে জীবনের অপ্রাপ্তির দর্পন
কোন মায়াবিনী শুধু হৃদয়ে বাড়ায় ব্যাথিত বেদন,
অস্পৃশ্য, অদৃশ্য তবু জুড়ে থাকে নিভৃতে করে স্বপ্ন হরণ।
_____________________
রচনাকাল:শীতাছন্ন সকাল ১০.৩৫ মিনিট
১০ ডিসেম্বর শুক্রবার ২০২১ খ্রিষ্টাব্দ
২৫-ই  অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ
৬-জামাদিউল আউয়্যাল ১৪৪৩ হিজরী
গ্রিসের রাজধানী এথেন্স থেকে  
© Copyright সংরক্ষিত