________ // টি,কে,এম,আজীমি


আমি আকাশ ছুঁয়ে এসেছি
হাতের মুঠোয় একগুচ্ছ শুভ্র মেঘ নিয়ে
আমার পা ছুঁয়েছে বসন্তের আবীর
পার করে কত নদ নদী
দিক থেকে দিগন্তের কত বন প্রান্তর
মেঘের ভেলায় চড়ে।

ঝর্ণা ধারার উপলের অপরূপ রূপে
ছুটে চলেছি মোহনার পানে
শরীরে সকল ক্লান্তি ভুলে
চারিপাশের প্রকৃতির শোভা নিয়ে
নয়ন যুগলে,
ছুটেই চলেছি নিরন্তর।


সলিল সমতল থেকে চার যুগ উপরে
যেখানে শুধুই লুকোচুরি খেলা করে
মেঘ আর সূর্য,
হিমানীর কোটি কোটি কণার বুকে।


বিদায় বেলায় হাতছানি দিয়েছে কতবার
বলেছে ফিরে এসো আবার
এই শ্যামলা মৃণালিনীর শান্ত পল্লবে
আমায় ভালোবেসে হৃদয় নিংড়ানো প্রয়াসে
ইচ্ছে করে অজস্র বার ফিরে যাই
সেই মেঘমল্লার দেশে আনন্দে ভেসে।
________________
১৭ এপ্রিল ২০১৭. ... এথেন্স গ্রীস
© Copyright সংরক্ষিত ®


বিশেষ নোট:- গতকাল ১৬ এপ্রিল বন্ধুদের সাথে আনন্দ ভ্রমণে গিয়েছিলাম, জায়গাটির নাম ইস্পারতি, এথেন্স থেকে দূরত্ব প্রায় ২১৫ কিলোমিটার, সমুদ্র সমতল থেকে প্রায় ৪৮ শত ফিট উপরে, সর্বোচ্চ্য তাপমাত্রা ছিল ৯ ডিগ্রী সেলসিয়াস।