হৃদয়ের রিক্ত স্মরণের কথাগুলো লিখে যাই এভাবেই
জীবন কেটে গেলো পাতা আর কালির আঁচরে  
একাকী খেলতে খেলতে কালি আর কলমের কঠিন আঁধারে।
আজ অনেক'তো হয়েছে লেখা
তবুও হলো না অতৃপ্ত পিপাসার স্বপ্ন সমাপ্ত
আমি লিখতে লিখতে হারিয়ে যাই দূর অজানায়,
নির্বাক নিস্তব্ধ এই পৃথিবীর বাঁকে বাঁকে
ধবধবে সাদা কাগজ আর বালিশের চিরদীপ্ত স্বপ্ন মলিন করে।


আমি আমার কলমকে বলি
যন্ত্রণার দরজা বন্ধ করে চোখ মেলে দেখো একবার
নতুন মুকুল ফুটেছে জীবনের শাখায় শাখায়  
প্রান্তশালায় এখন নব বসন্তের আগমন
এবার সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে খুঁজে নাও জীবনের রঙিন স্বপ্ন
অপূর্ণ আবেগের শুভ্র কপোতগুলো
একে একে নীল গগনে উড়িয়ে নতুন করে
জীবনের এই স্ফুরিত স্বর্ণালী প্রভাতে উড়ে যাও ধরণীর বুকে।


আমার কলম বিষণ্ণ চোখে বলে আমায়
কেনো তুমি আবার ভাসো রূপালী স্রোতের স্বপ্নে  
কেনো লক্ষ কোটি প্রদীপ জ্বেলে আমায় জীবনের পথে ডাকো
চেয়ে দেখো এখনো আমার চোখ দিয়ে ঝরে পড়ে
নিদারুণ বিস্ফোরিত বারুদের কালি চারিদিকে
আমি শুনতে পাই উলঙ্গ আহত শিশুর নির্মম হাহাকার,
বুলেট ক্ষত দেয়ালে প্রতিধ্বনি তোলে
আগুন মেখে শরীরে।


চেয়ে দেখো এখনো ক্ষুধার্ত শকুনেরা ছিড়ে ছিড়ে খায়
পৃথিবীর মানবতার মানচিত্র অনায়াসে হেসে
দূরের কাঁচের জানালা ভেঙে সৈনিক খোঁজে মৃত্যুর দুর্গম পথ
যেখানে পায়ে শিকল বেঁধে রেখেছে মানবতাকে
যেখানে নিরুপায় ভবিষ্যতের সুখ স্বপ্নগুলো
তুমি বরং তোমার স্বপ্নগুলোকে হৃদয়ে চাপা দিয়ে
আমার কোলে ঘুমাও নির্দ্বিধায়
জগতের ঘৃণা কষ্ট অবহেলা তোমায় স্পর্শ না করে আবার।
___________
১২/০২/১৬..এথেন্স,গ্রীস