নিঃসঙ্গতা এখন আর বুকের পাঁজরে আঘাত করে না
বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেছে আমার সাথে
এখন ঝরে পরে না আঁখি বেয়ে অশ্রু জল অবিরত
হিমানীতে পরিনত হয়েছে চোখের সাগর
পাথর হৃদয়ে শুধু খুঁজে ফেরা অতীতকে ভোলার পায়তারায়
নদীতটে নির্জনতা খুঁজে ফেরে বারবার
পাড় বেয়ে রাস্তার ধারে হেটে চলা হাসি মুখটি আর খোঁজা হয় না
কাঁদে ভালোবাসার করুণ পরিনতি অবনমন অনুমেয় হয়ে
অপারগতা এখন আর ভাবিয়ে তুলে না কাপুরুষের মতো
এখন আর একাকী কাঁদি না নিঃসঙ্গতার দংশনে
সব অভিশাপ একত্র হয় নিকোটিন মেশানো বিভ্রমে
বিষাদগ্রস্ত বেলায় কেড়ে নেয় না রাতের ঘুম
এখন আর শুনাতে ইচ্ছে করে না
তোমাকে পেয়ে হারানোর দুর্ভেদ্য ব্যথার গীতাঞ্জলি
তবুও আমি বেমালুম ভুলে যাই সে চোখে নীল কষ্টের অভিশাপ
একাকী ভাবি আনমনে নিঃসঙ্গতার অলিন্দে দাঁড়িয়ে  
কেনো মনের মাঝে এঁকেছিলাম ভুল ভালোবাসার অভিমান।

হয়তো তোমার মতো অন্য কেউ আসবে না বুকে আর কখনোই
হয়তো আর কেউ পাশে হাঁটবে না আমার হাতটি ধরে
হয়তো আর ফিরে তাকানো হবে না স্বপ্নময় মধুর স্মৃতিতে
হয়তো আর কখনোই দেখা হবে না নিজের নির্বাক অবয়ব
হয়তো আর ঝরবে না জ্যোৎস্না এই নির্জন অরণ্যে।
___________________  
রচনাকাল: বিধুর বিকেল ৬.৪৫ মিনিট
২৪ এপ্রিল শনিবার ২০২১ খ্রিষ্টাব্দ
১১-ই বৈশাখ ১৪২৮ বঙ্গাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে  
© Copyright সংরক্ষিত