চলে যাওয়ার সময় হঠাৎ তোমার পিছু ফিরে তাকানো
স্পষ্ট দেখতে পেলাম তোমার অতৃপ্ত প্রাপ্তি
চোখের কোণে জমে উঠা কয়েক ফোঁটা জল  
নির্দয় বিদঘুটে অন্ধকারের বুকে মিশে যাওয়া তোমার চুল  
বিদীর্ণ আঁধারে উঁকি দিয়ে গেলো এক পশলা কষ্ট
তোমার নির্বাক নয়নের দৃষ্টি
আমাকে নিয়ে গেল দুর থেকে অনেক দুরত্বে।


আমি কখনো'ই অনুভব করিনি
এভাবে কষ্টগুলোর অবাধ বিচরণ মনে গভীরে
দু'চোখের কোণে জলের অস্তিত্বে আমি সত্যি নির্বাক
যেন তন্দ্রাচ্ছন্ন হয়ে আছি...।


শুনলাম !!
কোন কারণে গতকাল তোমার মন খারাপ ছিলো
ঠিক তখনই, বুকের ভেতরটা দুমরে মুচরে উঠলো...কষ্টে
তখন থেকেই আমার মনটাও বেশ খারাপ হয়ে আছে  
মনে হচ্ছে বারবার তোমার মন খারাপের লগ্নে-
আমি কেন তোমার পাশে ছিলাম না,  
সেচ্ছাচারির মত এভাবে ভালো ছিলাম কি করে?
তোমার কষ্টগুলো কেন আমি ভাগ করে নিতে পারলাম না ?
তোমার মুখের একটু খুশির জন্য আমি হয়তো- কখনোই
বিশ্বসংসার তন্ন তন্ন করে ১০৮টি নীলপদ্ম খুঁজে আনতে পারবো না
তবুও তোমার ঠোঁটে এক চিলতে হাসি ফোটাবার জন্য  
রাতের পর রাত দাঁড়িয়ে থাকতে পারবো- একাকী
নির্জন কোন জনঅরণ্যে।


আমি অনেক বার চেষ্টা করেছি
তোমাদের কোমল গোলাপি আভার আঙিনায়
এনে দিতে এক টুকরো স্বর্ণালী স্বর্গ।
অতঃপর ব্যর্থ হয়ে ফিরে এসেছি নিঃশব্দে
আমি জানি না এই দীর্ঘশ্বাসের পথ আরো কতদূর
নির্মেঘ আকাশের বুকে চেয়ে থেকে আর কতো অপেক্ষা
হয়তো বড্ড অলস প্রকৃতির আমি
তাইতো এখনো খুঁজে বেরাই  আমার প্রাপ্তি
তোমার অতৃপ্ত চোখের ঐ কোজাগরী অলিন্দে।  
____________________
রচনাকাল: শীতাচ্ছন্ন দুপুর ১.৩০ মিনিট  
০১২-ই নভেম্বর শুক্রবার ২০২১খ্রিষ্টাব্দ  
২৭ - ই  কার্ত্তিক ১৪২৮ বঙ্গাব্দ
৭-ই  রবিউল আখির ১৪৪৩ হিজরী  
গ্রিসের রাজধানী এথেন্স থেকে  
©️ Copyright সংরক্ষিত ®️