গভীর রাতে দেখা স্বপ্নগুলো আমার কখনই মনে থাকে না
প্রভাতে পাখিদের কলতানে জেগে চিন্তা করি
রাতের স্বপ্নের কথা কি দেখেছি
কোনো দুঃস্বপ্ন না মধুর।


একটা মলিন খাতা একটা কলম রাখা আছে বালিশের পাশে
তোমাকে নিয়ে যখন কোন মধুর স্বপ্ন দেখি
এক অনাবিল আনন্দ অনুভব হয় আমার হৃদয় জুড়ে
দু'চোখ খুললেই হারাবে বলে আধো খুলা চোখে
লিখে যাই সেই স্বপ্নের আনন্দ লিপি।


আমি তার নাম দিয়েছি স্বপ্ন খাতা
তাতে লিখেছি জীবনের অব্যক্ত অনেক স্বপ্ন
কত স্বপ্নরা হারিয়েছে স্বপ্ন খাতার পাতার ভাঁজে ভাঁজে
কত লিখা হয়ে গেছে বিবর্ণ এভাবেই
ঠিক আমার জীবনের মতো


কেটে গেছে কত সহস্র যুগ কোন স্বপ্ন দেখি না তোমায় নিয়ে
আগের স্বপ্নের মধুর ঘোর এখনো আছে নয়ন যুগলে
জীবনের খড় তাপে পার করেছি অগণিত সময়
শুধুই তোমার স্বপ্নকে সঙ্গী করে মনের গহীনে।


যখন মন খুব বেশি উদাস হয় স্বপ্নের খাতা খুলি আনমনে
তোমার মিষ্টি হাসি তোমার আলতো মধুর স্পর্শ  
তোমার শরীরের সুগন্ধ জাদু মাখা চোখের বাঁকা চাহনী  
একে একে ভেসে উঠে স্বপ্ন খাতার আড়াল হতে
এক অকল্পনীয় সুখ ছড়িয়ে পড়ে আমার চারিপাশে
মনের অজান্তেই খুঁজি তোমায় স্বপ্নের খাতার পাতায়।  


এভাবেই কত রজনী কেটে যায়  তোমার জাগরণে
আনমনেই হাত বাড়িয়ে দেই তোমার পানে
দিক থেকে দিগন্তের তৃষ্ণিত নয়নে ছুঁতে চাই তোমায়
অমনি দেখি তুমি হারিয়েছ আবার আমার স্বপ্ন খাতার পাতায়
হয়েছ বিবর্ণ হারিয়ে যাওয়া স্মৃতির মত।
_______________
১০/০৭/১৬.......এথেন্স গ্রীস
© Copyright সংরক্ষিত ®