আমি শিক্ষিত, আমি সত্যি শিক্ষিত
শিক্ষার জ্ঞান, আর অহংকারে আমি দুর্ভেদ্য
আমার পরিপার্শ্বে অজস্র মানুষ,
কতো আত্মীয় স্বজন, বন্ধু,শুভাকাংখী  
তারা কেউ আমার মতো নয়, কেননা আমি শিক্ষিত।


রিকশা চালক,দিন মজুর,খেঁটে খাওয়া মানুষগুলো
আমার মোটেও ভালো লাগে না,
পাড়া প্রতিবেশিদের সাথে তেমন কথা হয়না
ইচ্ছে করেই সবাইকে এড়িয়ে চলি
আমি বেশ ভালো একটা চাকরি করি বলে
আমার সহকর্মী,আমার সহকারী,আমার অধীনস্থ
কথায় কথায় তাদের তুচ্ছ করি নির্দ্বিধায়
শিক্ষা আমাকে দিয়েছে এই পরম অধিকার,
তারা কেউ আমার মতো নয়, কেননা আমি শিক্ষিত।


পাশের আছে বস্তি, ওদিকে তাকানোর প্রশ্নই উঠে না
ওদের কথা শুনলে কেমন যেন শরীর জ্বলে উঠে
সেদিন হঠাৎ দুপুরে চারিদিকে চিৎকার শুনে
জানালার ফাঁক দিয়ে এক পলক তাকালাম
বস্তিতে আগুন লেগেছে মনে হয়
প্রফুল্ল মনে বললাম, বাহ্ বেশ হয়েছে
এতদিন পরে পরিষ্কার হবে আশেপাশের নোংরা,
অশিক্ষিত পরিবেশ, ক্ষুধার্ত মানুষ, টোকাই,
পথে ঘাটে ভিক্ষুকরা আর আমাকে বিরক্ত করবে না      
যখন তখন কাজের বুয়া জ্বালাতন করবে না
তাদের আমার এক মুহূর্ত সহ্য হয় না
তারা কেউ আমার মতো নয়, কেননা আমি শিক্ষিত।
____________________
রচনাকাল: রোদেলা দুপুর ১.৪০ মিনিট
১০ মার্চ বুধবার ২০২১ খ্রিষ্টাব্দ
২৫-ই  ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে
© Copyright সংরক্ষিত ®