তুমি কি কখনো দেখেছো কবি !!!
পশ্চিমের আকাশে রক্তিম মেঘের বুকে
অস্তমিত সূর্যের বিদীর্ণ উঠোনে,
মহাকালের বুকফাটা করুণ হাহাকার,
চিলেকোঠার গোপন ছায়ামূর্তি কি করে নিষ্পলক চেয়ে থাকে  
ভ্রমোদীর্ঘ রাতের বাসরে অদ্ভুত অধ্যায়ে,
বিরতিহীন যাত্রার অপেক্ষিত প্রহরে শ্রান্ত সেঁজুতির হাতছানি
যত্নহীন প্রভাতে কুয়াশার চাদরে ঢাকা
গন্তব্যহীন অচুম্বিত সকালে।


সাদা পাতায় রক্ত রঙ অক্ষরগুলো
তিমির বিদারী রাতের প্রসব যন্ত্রণার আর্তনাদ নিয়ে
নিনির্মিক দৃষ্টিতে চেয়ে থাকে অসীম নীলিমায়,
ধোঁয়াশায় ধোয়া অনুভূতিগুলো,
পৃড়ভঙ্গের জাল বোনে তৃষ্ণার্ত এক জোড়া চোখে
বহুদিনের ভাঁজকরা নীরব মুহূর্তগুলো
এলোমেলো পরে থাকে শূন্যস্থানের ক্যানভাস জুড়ে।


কাঁচের ফ্রেমে বন্দী জীবন বিসর্জনের হিসেব খোঁজে
বিষাদ ক্ষণের দাপটে বুক ফাটা কলম,
কালো অক্ষরের মিছিলের ভীড়ে
জীবনের অনুলিপি লিখে লিখে সে আজ ক্লান্ত,
রাত্রির অন্ধকার বিদিশায় বিবর্ণ জীবনের ব্যঞ্জিত শূন্যতায়
ফুরোনো সময়ের তেপান্তরী বেহিসেবী খাতায়
হারিয়ে যাওয়া উদ্বাস্তু ফাল্গুনী ছোঁয়াটুকু অকালে ফুরায়
স্যাঁতস্যাঁতে পালকের কাজল ধোয়া জলে।


তুমি কি কখনো দেখেছো কবি !!!
একমুঠো হাসির আড়ালে কত শতাব্দীর ব্যাথা লুকোনো থাকে
বিমূর্তের ছড়ানো জীর্ণ মলিন কপালের ভাঁজে
নির্ঘুম বিছানায় অশ্রুভেজা কোন গল্পের অপরূপ খেলা  
নির্জনতায় আঁকা কল্পনায় জীবনের জলচ্ছবি
নিভৃত নির্জনে পথ হেঁটে যাওয়া একাকী অন্ধকারের সিপাহী
নির্বাক শূন্য প্রান্তে ভস্মকারি অগ্নিকোণের ঝড়
বিদীর্ণ নিকষ কালো অন্ধকারে অশ্লীল উজ্জ্বলতার দীপ্তি
তুমি কি জানো আনন্দের আরেক নাম  করুণ বেদনা  
কল্পরাজ্যের জ্যোৎস্না পরী নরম কুহেলিকা রাত্রির চাদরে হাসে
অসীম ভ্রান্ত স্বপ্ন আর অফুরন্ত মিথ্যে ভালোবাসা নিয়ে  
নিভৃত নাট্যশালার ঝিলমিল পর্দার আড়ালে,
তুমি কি কখনো দেখেছো কবি,
কখনো দেখেছো তুমি ------ কখনো !!!!!!!
__________________
জন্মকাল:অর্ধ রজনী ১১.৫০ মিনিট
৪'লা ফেব্রুয়ারি সোমবার ২০১৯ খ্রিষ্টাব্দ
২৩'ই মাঘ ১৪২৫ বঙ্গাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে
© Copyright সংরক্ষিত ®