আর যেন এমন না হয়
তাকে দেখে আমি সোনালী ভোরের কোমলতা ভুলে
ভীষণ একাকীত্বের দাবদাহে জ্বলি।


আর যেন এমন না হয়
তার  অপরূপ দেখে আমি পূর্ণিমার সৌন্দর্য ভুলে
রাতের নিরঙ্কুশ আঁধারে হারাই।  


আর যেন এমন না হয়
তার জন্য আমি নববসন্তের আবেশ নিয়ে শরীরে
শীতের তীব্রতায় হু'হু  কাঁপি।


আর যেন এমন না হয়  
তাকে দেখার আশায় আমি আকাশ পানে চেয়ে
ধ্রুবজ্যোতির বদলে অন্ধকার দেখি।


আর যেন এমন না হয়  
তার  জন্য আমি অজস্র তেপান্তর পেড়িয়ে এসে  
শুধু দেখি এক রুক্ষতার সমাদ্রি।


আর যেন এমন না হয়  
তার জন্য আমি আমার অসীম চাওয়ার আদলে
দেখি শুধুই নিঃস্বতার ছড়াছড়ি।


আর যেন এমন না হয়
তাকে ভেবে ভেবে আমি প্রমোদিত হওয়ার বদলে
নীরব বিষাদে মুখ বাঁকিয়ে থাকি।


আর যেন এমন না হয়
তাকে আমি ভুলে গিয়ে পুনরায় নতুন কোন স্বপ্নে
দীর্ঘ জীবন বাঁচার সাধ করি।  


আর যেন এমন না হয়
তাকে দেখে আমি সব সব ভালোবাসার কথা ভুলে
মনে অনুশোচনার তুমুল ঝড় তুলি।
____________________
রচনাকাল: নিরঙ্কুশ আঁধার ৯.৫০ মিনিট
২৫ মার্চ বৃহস্পতিবার ২০২১ খ্রিষ্টাব্দ
১২-ই চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে  
© Copyright সংরক্ষিত ®