বিনিদ্র রাতের পর্দা সরিয়ে পবিত্র স্নিগ্ধ বসনে
নিভৃত দ্বারে ধৈর্য্যহীন করাঘাতের আভাসে
স্বপ্নমাখা চাদরের ভাঁজ সরিয়ে অলস নয়নে
আঁধারের বুক চিরে এক'পা দু'পা করে এগিয়ে
প্রলিপ্ত দীপশিখা নিয়ে হাতের আড়ালে।


এ'কি !!! এক অপরূপা ষোড়শী সামনে দাঁড়িয়ে
জ্যোৎস্না ভেজা শরীরে গভীর দৃষ্টিতে মিষ্টি হেসে
নীলশাড়ি, কপালে তারার টিপ্, চোখের কাজল,
ক্লান্ত নয়নের নীরব দৃষ্টি উষ্ণ সুবাসিত নিঃশ্বাস
যেন সব কিছুই সেজেছে তার রূপের গৌরবে।


হঠাৎ-ই থমকে দাঁড়ায় অবাক চোখের পাতায়
অশরীরী স্পর্শে একি! সুনয়নার অবাক শিহরণে
ধরণীর গতিবেগ বুঝি থেমে যায় ক্ষণিকের তরে
আমার শ্বেত তোরণের নির্ধারিত সীমানায় এসে
হৃৎপিণ্ডের স্পন্দনে অলৌকিক মৌনতা ছড়িয়ে।


সঙ্গীহীন জীবনে অতুল সঙ্গীতের সৌরভ নিয়ে
যেন পূর্ণিমা নেমে এসেছে আমার শূন্য আগলে
নিষ্পন্দ হাতের প্রদীপ গড়িয়ে পড়ে মেঝেতে
পলকহীন নয়নে শুধাই তারে, কে তুমি অবেলায়,
এলে অর্ধ রজনীর অতিথি হয়ে আমার স্তব্ধ দ্বারে।
______________________
সোমবার ২৪ আশ্বিন ১৪২৪ বঙ্গাব্দ
Monday 9 October 2017 খ্রীস্টাব্দ
Al-Isanayn19 Moharram 1439 হিজরী
গ্রীসের রাজধানী এথেন্স থেকে প্রকাশিত
© Copyright সংরক্ষিত ®