একটি স্বপ্নের রাত !
বৈদেহী শরীরের পাঁজরে আঁকে অনিন্দ্য উচ্ছ্বাস
ক্ষয় হয়ে যাওয়া দিনের ক্ষণিকে আঁধারে।
লজ্জানত ইচ্ছেরা এসে দাঁড়ায়
মনের অজান্তে নিবিড় আকাংখা হয়ে,
মনের আঙিনায় অজানা ভয় নিঃশ্বাস নেয়
পালক ঝরা নোনা জলের গভীরে,
বাক্য এসে থমকে যায় নীরবে
অলীক প্রহরে স্তব্ধ ঠোঁটের  ডগায়,
কোজাগরী নয়নে ভেসে উঠে অদেখা ভবিষ্যৎ,
ধীরে রাতের আঁধার ঘনিয়ে আসে একাকী
নিঃশ্বাস হয় ভারী, চোখের কোণায় জাগে উষ্ণতা।
অবশেষে !
অতৃপ্ত অসাড় দেহ পরে থাকে অগোছালো বিছানায়
অনুযোগ হীন প্রশান্তি নিয়ে নির্বাক নয়নে,
তপ্ত কাজল ধোয়া জলে ভেসে যায় চুপচাপ
অনুপম প্রণয়ের রাত আশাহত প্রভাতে।
__________________
রচনা : স্নিগ্ধ সকাল ১০.১৫ মিনিট
০৭-ই ভাদ্র ১৪২৭ বাংলা
২৩ অগাস্ট শনিবার  ২০২০ খ্রিষ্টাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে
© Copyright সংরক্ষিত ®