অবশেষে খুলে দিলাম সব অবরুদ্ধ সত্তা
মুক্ত করে দিলাম বিহঙ্গের শুভ্র পাখায় লিখে
উড়িয়ে দিলাম সব হৃদয়ের লেনাদেনা এক নিমিষেই
শুধু এই প্রত্যাশা নিয়ে,
যাকে হৃদয়ের বাঁধনে বাঁধতে পারিনি কখনোই
কি হবে তাঁর ফিরে আসার অপেক্ষা করে
যার জন্য নিজের অস্তিত্বকে করেছি বিলীন  
যাকে ভেবেছি সেজদায়, যাকে চেয়েছি দোয়ায়
যার এক চিলতে হাসির মূল্য দিয়েছি হৃদয়ের সব বিক্রি করে
বসন্ত বাহারে যার কপালে দিয়েছি চন্দন টিপ
যার ঘন কেশের আঁধার ছায়ায় হেঁটেছি অনন্ত কাল
অনেক অপূর্ণতার মাঝে খুঁজে নিয়েছি পূর্ণতা
অতঃপর ভাঙলো স্বপ্নের ঘোর
দেয়ালের দু'পাশের দু'জন,
অনেক'তো হলো পাশাপাশি হাঁটা
এবার নাহয় একাই চলতে শিখি নিজ সত্তায়
থাকনা কিছু অপূর্ণতা জীবন কাননে
ক্ষতি কি এমন !!
যদি হারাই আবার অচেনা কোন কুঞ্জবনে
নিভৃত বাতায়নের মৌ'মৌ বাতাসে  
পৃথিবীর অতৃপ্ত অভিলাষের ভ্রান্ত মায়ায়
___________________  
রচনাকাল: নিবিড় সন্ধ্যা ৯.২০ মিনিট
২৯ মার্চ সোমবার ২০২১ খ্রিষ্টাব্দ
১৫-ই চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে  
© Copyright সংরক্ষিত ®