মা বাবা ও প্রিয়জনেরা কখনোই হারায় না
তাঁরা বাস করে আমাদের মাঝে
আমাদের অন্তরের গভীর থেকে গভীরে
রক্তকণার প্রবাহে ভেসে
কখনো অশ্রুহয়ে ঝরে পড়ে চোখের পাতায়
শান্ত করে যায় অতীতের দগ্ধ হৃদয়,


কখনো হাসে ছেলের নয়নমণি হয়ে
আবার হঠাৎ স্পর্শ করে যায়
মেয়ের এক মায়াবী মমতার আঁচড়ে
কখনো গুটিগুটি পায়ের নিষ্পাপ স্পন্দনে
কারো একটি মিথ্যে কথার আভাসে
মনে করিয়ে দেয় বাবার অমলিন হাসি।


কখনো দেয়ালে টাঙানো ছবির বুকে
শরীরের গন্ধ জানিয়ে যায় তাঁদের উপস্থিতি
কখনো গভীর উপলদ্ধি হয়
জীবনের অবিরত ছোট ছোট ঢেউ-এ  
নির্জন রাতে ঘুম ভাঙা বিছানায়
কোমল মায়াময়ী হাত জানিয়ে যায় মায়ের অস্তিত্ব।


কখনো সংসারের ছোটোখাটো ঝগড়ার বাক্যে
তুচ্ছ বিষয় নিয়ে মতের মিল-অমিলে
কখনো আদর সোহাগ ও রাগের পদচারণায়,
মা বাবা কোথাও হারায় না,কখনোই না
তাঁরা বাস করে আমাদের মাঝে,
আমাদের-ই মাঝে প্রতিক্ষণ।
____________________
জন্ম সময়:স্মৃতির সকাল ১১.২৫ মিনিট
২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার ২০১৮ খ্রিষ্টাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে প্রকাশ
© Copyright সংরক্ষিত ®