বেকার জীবনের অভিলাষী প্রহরগুলো
এখন বেশ ক্লান্ত হয়ে পড়েছে
সময়ের আকুতি নিয়ে অস্থির হয়ে বসে থাকে
নিদ্রাহীন রাতের ঝিঁঝিঁর ডানায়।

অসময় অবেলায় নিবিড় চিন্তায় মগ্ন হয়
মুগ্ধ দৃষ্টির অপলক নয়নে
একা একা নিজেকে অনেক প্রশ্ন করি  
আর কত সুখের তরে এভাবেই
কাটাবে নির্ঘুম রজনী।


যখন অস্থির অপেক্ষাগুলো
শিশিরকণা হয়ে ঝরে রেণুহীন পুষ্পের বুকে
কোজাগরী রাতে একাকী নীরবে
জীবনের সব চাওয়া অসমাপ্ত রয়ে যায়
স্বপ্ন ভাঙা অলস প্রভাতে।


যান্ত্রিক শহরের বুকে হেঁটেই চলা নির্বাক
এক দ্বার থেকে অন্য দ্বারে
দিন শেষে ফিরে আসা ক্লান্ত চোখে
অস্তমিত সূর্যের ক্রন্দনে নীলিমার বুকে।


বেকার জীবনের চাবি কাঠি শুধুই
ভাবনার অন্তরালে সাঁতার কেটে ডুবে যাওয়া
অদ্ভুত আবেগ ছড়ানো ঘুমের সাগরে
রাতের স্তব্ধ নির্জনতায়
বেদনা ভরা প্রহরের বিভিষীকায়।
________________
২৮ এপ্রিল ২০১৭. ... এথেন্স গ্রীস
© Copyright সংরক্ষিত ®