অশ্রু আঁকবো বলে বিছিয়ে দিয়েছি কপোলের আঙিনা
রং তুলি আর কাজল ধোয়া তপ্ত বর্ষণ মেখে,
চোখের সৈকত থেকে কুড়িয়ে এনেছি একমুঠো নুড়ি।
নীল কালিতে মিশিয়ে নিয়েছি কষ্টের প্রলেপ,
অনেক খন্ডে খন্ডে বিভক্তি করে জীবনের ক্যানভাস
পরিতৃপ্তির আয়োজনে নোনা জলে ডুবন্ত যাপনে
নিখুঁত ভাবে অনুভব করে স্মৃতির আর্তনাদগুলো,
গোধূলির সাজে সাজিয়েছি নির্বাক মলিন পরিচ্ছেদ।
যখন চারিদিকে অন্ধকার গাঢ় হয়ে উঠে প্রবল ভাবে
অকস্মাৎ মনে পড়ে বিলুপ্ত প্রেমের করুণ ইতিহাস,
নয়নের কোণে জমে উঠে অজস্র শিশির বিন্দু ধুঁয়াশা হয়ে
দর্পনে দাঁড়িয়ে একাকী ভাবি আনমনে,
হয়তো আমার আর অশ্রু আঁকা হবে না কখনোই
আজ আমি সত্যি ব্যর্থ জীবন ক্যানভাসে,
মনের অলিন্দে অষ্টপ্রহর জুড়ে কেবল ব্যর্থতার বসবাস
শত আলোক বর্ষ দূরত্ব নিয়ে স্পর্শহীন আবেগে
আমি কি শুধুই রয়ে যাবো ক্লান্তি ভরা দীর্ঘঃশ্বাস হয়ে।
___________________
রচনাকাল: উষ্ণ দুপুর ০৩.৪৫ মিনিট
৯-ই সেপ্টেম্বর বৃহস্পতিবার ২০২১ খ্রিষ্টাব্দ  
২৫-ই-ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ  
গ্রিসের রাজধানী এথেন্স থেকে  
© Copyright সংরক্ষিত ®