বিশ বছর আগে
যদি দেখা হতো তোমার আর আমার
হঠাৎ! ছেঁড়া বাতাসের চিরকুটে ভেসে আসতো
অদেখা প্রেমের সু'মধুর আহ্ববান,
অধখোলা বাতায়নের আড়ালে তাকিয়ে দেখতে আমায়
একগুচ্ছ রজনীগন্ধা হাতে তোমার অপেক্ষায়।  


বিশ বছর আগে
যদি তুমি আসতে আমার একান্ত আপনে
প্রেমের রঙধনু এঁকে দিতাম তোমার ওষ্ঠ যুগলে  
ভালোবাসার অম্লান প্রেমগীত গেয়ে,
মধুর আলিঙ্গনে জড়িয়ে ঐশ্বরিক আনন্দঘেরা স্বপ্নে ভেসে
নীরবে প্রেম প্রণয়ের মধুর বাসরের স্বর্গ সুখে।


বিশ বছর আগে
যদি হারিয়ে যেতে এভাবে স্বার্থের আড়ালে
কালের গহ্বরে অমানিশার ঘোর পথিকের মতো
নির্দয়ে পাথর বেঁধে বুকে নিশ্চুপ হয়ে যেতাম চিরতরে
হয়তো আজ আর গাইতে হতো না
তোমাকে পেয়ে হারানোর দুর্ভেদ্য ব্যথার গীতাঞ্জলি।
_________________
রচনাকাল: অপরাহ্ন  ৪.৪৫ মিনিট
১৪-ই মে শুক্রবার ২০২১ খ্রিষ্টাব্দ  
৩১-ই বৈশাখ ১৪২৮ বঙ্গাব্দ  
গ্রিসের রাজধানী এথেন্স থেকে  
© Copyright সংরক্ষিত ®