এ'খানে চুমু দাও-
কাঁপা ঠোটের উষ্ণতায় শুষে নাও তুমি
আমার জীবনের সবটুকু ব্যর্থতা
লুকিয়ে নাও সব অপূর্ণতা
যে তোমাকে রাত্রি-দিন দুঃখ দেয়।


এই হাতে হাত রাখ-
এই হাতে আর কোন অনিষ্ট নেই।
আমার যে চোখ তোমায় দেখে নিষ্পাপ নয়নে
সে চোখে নেই কামনার পিপাসা
নেই অহঙ্কারি বিলাসিতা।
যদিও খানিকটা আবদার সে করতেই পারে
সম্পূর্ণ একটি রাত তোমার প্রেম ছুঁয়ে ছিল আমায়!


তুমি বলো "আমি কবি "
"তুমিই যে আমার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ "।


তোমার পৃথিবীর রাত্রিরা একদিন
আমারে দিয়েছে যে শান্তি
সহস্র দিন ক্লান্তি শেষে অজস্র প্রাণ
শুনিয়েছে নাক্ষত্রিক গান,
আমি তবুও অহঙ্কার করিনি কখনোই।


কতো দুঃখ ছিল বিষণ্ণতা ছিলো ঈশ্বর জানে-
তোমার চোখে,মুখে এবং বুকে।
.......... অতঃপর
সেদিন- বসন্তের দিন
ভোর ছিল প্রিয় হাসির মুহূর্তের মত নরম
সূর্যোদয় দেখব ভেবে ঘুম গেল ভেঙে
.......... অবশেষে
প্রথম সূর্য দেখার নিস্পাপ ইচ্ছে নির্দ্বিধায়
তোমার ঘুমন্ত শরীর নিলো কিনে।


আমি মুখ রেখে তোমার হিম বুকে,ঠোঁটে উষ্ণতায়
শুষে নিয়ে সব দুঃখ, কষ্ট, বিষণ্ণতা
বললাম " বিষাদ তোমাকে দিলাম ছুটি "
__________________
রচনাকাল: শান্ত সকাল ১১.৩৫ মিনিট
২২-ই সেপ্টেম্বর বুধবার ২০২১ খ্রিষ্টাব্দ  
৭-ই- আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ  
গ্রিসের রাজধানী এথেন্স থেকে    
© Copyright সংরক্ষিত ®