ভেবেছিলাম বয়স হলে আমি বদলে যাব
তোমায় আর মনে পড়বে না হয়ত আগের মতো
তোমার চোখের কাজলের বর্ণনা উড়ন্ত কেশে চলার ভঙ্গি,
কথার আবেশ এই সব লিখে লিখে অযথা
পাতা খরচ হবে না ডায়রীর
তোমার স্মৃতিগুলো এক সময় শব্দ হারাবে
আমি নিশ্চিন্ত মনে ঘুমোতে যাব নির্দ্বিধায় ঔষধ বিহীন রাতে।


ভেবেছিলাম নভেম্বরের বৃষ্টিতে ভিজলেও
সর্দি জ্বরের মত তুমি ফেরত আসবে না হয়তো
উঁকি দেবে না আমার কল্পনার অলিন্দে
আকুল বাতাসে ভাসাবো না তরী অচিন সাগরে,
নিরবে মিটে যাবে জীবনের সব লেনদেন,
এক হাতে নিয়ে স্বপ্নের রঙ মাখা প্রদীপ
সময়ের হাতে বদলে যাব আবার।


কিন্তু মিথ্যে আশার ক্যানভাসে তোমায় খুঁজছি প্রতিবার
রংগুলো পুরনো কিন্তু আঁচড়গুলো টাটকা ও জীবন্ত
মনে হয় এই মাত্র তুলির আচঁড়ে একে দিলে
আমি অবাক চোখে তাকিয়ে ছিলাম সমুদ্র পানে
শেষ বিকেলের সূর্য তখন বিদায়ের শেষ লগ্নে
সমুদ্র গর্জনে হিমেল হাওয়ার আলোড়নে।


চোখ বন্ধ করেছি অনুভবে পাশে তোমায় দেখবো বলে
শত বছর ধরে তোমাকে খুঁজে বেড়িয়েছি,
নিজেকে বদলাবার ছলে হেঁটেছি কত অরণ্যে
আমি অবাক নিজেকে বদলানো এতই কি কঠিন  
আমি শিহরিত হয়েছি বার বার আপন মনে
নিজেকে বদলাবার ছলে প্রতি মুহূর্তে।
____________
১৪/০৩/১৬..এথেন্স,গ্রীস