বড় অসময়ে এলে তুমি প্রিয়
সত্যি বড় অসময়ে এলে
অস্তিত্বহীন সান্ত্বনার রুদ্ধদ্বার ছিন্ন করে
অভিমানী উঠোনে স্বপ্ন ভাঙার শব্দ কুড়িয়ে  
জীবনের চাওয়া পাওয়ার সকল ভুল ভ্রান্তি গুটিয়ে
অনুভুতিগুলো লুকিয়ে বুকের আঁচলে
শেষ বেলার ক্লান্ত পথিক হয়ে।  


বড় অসময়ে এলে তুমি প্রিয়
সত্যি বড় অসময়ে এলে
কতটা রুক্ষ রৌদ্র-উজ্বল পথ পেরিয়ে
আমার ঘুমন্ত নগরীর একমুঠো আলো হয়ে
রংহীন ভালোবাসার স্মৃতিমাখা সুগন্ধ নিয়ে বুকে
প্রশান্তির ছায়া নিয়ে হৃদয় অলিন্দে
রংধনুর সাত রঙা সেতু বেয়ে।


বড় অসময়ে এলে তুমি প্রিয়
সত্যি বড় অসময়ে এলে
উৎকণ্ঠিত শিশুর মতো হামাগুঁড়ি দিয়ে  
জীবনের শ্রান্ত খেয়া পারের শিশির ঝরা ঘাটে
দিগন্তের স্বর্ণালী মায়াবী প্রভাতের স্বর্ণকিরণ পথে
সুঁই সুতো জীবনের ক্লান্ত খেলনা ঘরে
ছেঁড়া পাণ্ডুলিপির নৌকা বেয়ে।


বড় অসময়ে এলে তুমি সত্যি বড় অসময়ে এলে !!!!
_________________
রচনা : গভীর রাত ০৩.৪০ মিনিট
১৬'মে বৃহস্পতিবার ২০১৯ খ্রিষ্টাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে
© Copyright সংরক্ষিত ®