আমার ক্লান্ত শহরে আজ বৃষ্টি ঝরছে অবিরাম
হয়তো বৃষ্টি বিলাস মানুষ বসে আছে কার্ণিশের পাশে
নয়ন ভরে দেখছে বাবুই পাখি ভেজার দৃশ্য
আনন্দের জোয়ারে ভেসে প্রফুল্ল মনে।
রিক্সাওয়ালা বের হয়েছে বৃষ্টি মাথায় নিয়ে ক্ষুধার তাড়নায়
শিশু মেয়েটি তার মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করে
বাবা আজ কি'খাবো আমরা এই বৃষ্টির দিনে
রিক্সাওয়ালাকে সেই প্রশ্ন ভাবাচ্ছে অনেক
এই ক্লান্ত শহরে আজ বৃষ্টি ঝরছে অবিরাম।


সুখী মানুষেরা যখন খিচুড়ি ইলিশের কথা ভাবছে
তখন হয়তো কোন টোকাই ময়লা পোশাকে
আঁস্তাকুড়ে খুঁজে বেড়াচ্ছে কিছু খাবার
বিষণ্ণ চোখে অক্লান্ত পরিশ্রমে
এই ক্লান্ত শহরে আজ বৃষ্টি ঝরছে অবিরাম।
মধ্যবিত্ত বাবারা নিজ পেন্টের পা'গুঁজে হাঁটুর দিকে
অফিসের পথে পা'বাড়িয়েছে চিন্তিত মনে
অনিশ্চিত ভবিষ্যতের পদচারণায় হেঁটে
এক চিলতে সুখের প্রত্যাশা নিয়ে
এই ক্লান্ত শহরে আজ বৃষ্টি ঝরছে অবিরাম।


এভাবে প্রতিদিন আমার শহরে বৃষ্টি ঝরে
কখনো ছোট্ট মেয়ের চোখ গড়িয়ে
কখনো রিক্সাওয়ালার ঘামে ভেজা শরীরে
কখনো টোকাই ছেলের নোংরা বস্তার ভাঁজ বেয়ে
কখনো মধ্যবিত্ত বাবার দীর্ঘশ্বাসের তপ্ততায়
এই ক্লান্ত শহরে আজ বৃষ্টি ঝরছে অবিরাম।
_________________
রচনা : শুভ্র সকাল ০৯.২৫ মিনিট
০৮-ই ভাদ্র ১৪২৭ বাংলা
২৪ অগাস্ট রবিবার  ২০২০ খ্রিষ্টাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে
© Copyright সংরক্ষিত ®