ডেকোনা আমায়,
পুনরায় সেই রুদ্ধ দ্বারে,
পুরাতন স্মৃতির ব্যথা ভরা সুরে,
কষ্ট মুখর সেতারের সন্ধ্যা রাগিণীতে,
বদলে যাওয়া সৈকতের করুণ তপ্ততায়।


হঠাৎ ক্ষণিকের ব্যবধানে,
পাল্টে গেছে জীবন,বদলেছে পৃথিবী
দাঁড়িয়েছি জ্ঞানের নতুন মুক্ত বাতায়নে
নিজের অজান্তে মনের গভীরে
পেয়েছি নিজের সন্ধান মহা সৃষ্টির তীরে।


আঁধারের বুক চিরে,
জেগে উঠেছে রুপালি চাঁদের কিরণ
প্রভাতের ঠোঁটে চুমো খেয়ে নব জীবন প্রান্তে
আমি চাই,সহস্র শতাব্দী থাকি এভাবেই
জীবন ঢেউয়ের ছন্দে প্রাণোচ্ছল উদ্দীপনায়।


নবীন ভোরের সজীবতায়,
রূপকথার আহ্লাদিত ষোড়শী স্বপ্ন,
সোনালী বিকেলে ভাসে রংধনুর বুকে
নীলাভ শব্দের নিকুঞ্জে বিমুগ্ধ নীরবতায়
অতীতের সব ক্লান্তি মুছে নতুন প্রশান্ততায়।
__________________
বুধবার ১৮ আশ্বিন ১৪২৪ বঙ্গাব্দ
Wednesday 4 October 2017 খ্রীস্টাব্দ
Al-Ruba'a 13 Moharram 1439 হিজরী
গ্রীসের রাজধানী এথেন্স থেকে প্রকাশিত
© Copyright সংরক্ষিত ®