আমি একা বসে ভাবছি আনমনে
আজ রাতে বৃষ্টি হয়ে অঝোরে ঝরবো
তোমার শহরের উষ্ণ গলিতে
হঠাৎ দমকা হাওয়া হয়ে তোমার এলো চুল ছুঁয়ে যাবো
তোমার নিভৃত জানালার পাশ কাটিয়ে
আলোকিত ঘরের পঞ্জিকার বুকে হাসনাহেনার সুবাস ছড়াবো  
তোমাকে অবাক করে তোমার অজান্তে,​
নামহীন চিঠি হয়ে তোমার মনের আঙিনায় চিন্তা হবো
নোনা স্বাদের মুক্তো হয়ে ঝরবো তোমার অধরে।


আমার মনের অতৃপ্ত বাসনাগুলো তোমায় ডাকে
বৃষ্টির ঝিরিঝিরি মূর্ছনায় চলে এসো তুমি
বাড়ির আঙিনায়, কদম তলায়,
তপ্ত চায়ের চুমুকে, অসময়ের খেরোখাতায়,
ভাবনার আকাশের শুভ্র ক্যানভাসের মেঘের ভেলায়  
পলক তুলির আঁচরের রঙের মেলায়
চলে এসো তুমি মন শিল্পীর নিপুণ চিত্রকলায়  
শেষ বিকেলের উদাসী হাওয়া হয়ে
অগোছালো ঘন কালো কেশের উচ্ছলতায়
চলে এসো তুমি কাজল টানা চোখের অপাঙ্গদৃষ্টিতে
নীরবতার ভিতরে কিছু শব্দহীন উচ্চারণ হয়ে
আমার দীপ্ত মনের অনুরাগের স্বপ্নের সপ্ত ডিঙ্গায় ভেসে।  
___________________
রচনাকাল: পবিত্র সকাল ৮.৫০ মিনিট
১৮ মার্চ বৃহস্পতিবার ২০২১ খ্রিষ্টাব্দ
৪-ই  চৈত্র  ১৪২৭ বঙ্গাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে
© Copyright সংরক্ষিত ®