আমি একদিন ফুলকে জিজ্ঞাসা করলাম
বলতো তুমি এতো সুন্দর কেন ??
ফুল হেসে বললো সবাই আমাকে পছন্দ করে তাই
আমি কারো প্রথম প্রেমের সাক্ষী
কারো মন মন্দিরে মালা বদলের আকুলতা
মধ্যবয়সী প্রণয়ের আলিঙ্গনের সাগরে ভেসে যাওয়া অনুভূতি
আমি কারো বাসর শয্যার মনোরম সুগন্ধ
কেউ পড়ে গলায়,কেউ সাজায় কবরে,
কেউ আবার অভিমানে পিষে দেয় নির্মম আঘাতে।
আমি হয়তো বিচিত্র সুন্দর  
তাই আমাকে বিচিত্র ভাবে ব্যবহার করো।  


ফুল আমাকে কানে কানে জিজ্ঞাসা করে !!
আচ্ছা তুমি কি আমাকে পছন্দ করো
আমি নির্দ্বিধায় উত্তর দিলাম হেসে
তোমাকে পছন্দ করি বলেইতো ছুঁয়ে দেই আমার নরম ঠোঁটে
তোমাকে পছন্দ করি বলেইতো সাজাই প্রেয়সীর খোঁপায় পরম আনন্দে
তোমাকে পছন্দ করি বলেইতো বেঁধে দেই আঁচলের অলিন্দে
তোমাকে পছন্দ করি বলেইতো তোমায় পেতে চাই বাসরে
প্রিয় মানুষটি যখন এসে কাছে আলিঙ্গন করে নিবিড়ে
তোমার সুবাসে মুখরিত হয় মনের বাগান
এক অনাবিল সুখের সাগরে আমি ভেসে যাই স্বর্গীয় অনুভূতি নিয়ে।


ফুল অভিমান করে কাছে এসে বলে !!
তুমি কবি,
তুমি আমায় নিয়ে সাজাও কবিতার বাসর
জগতে অজস্র রুপে তুমি অনুভব করো আমায়
দিলরুবা পৃথিবীর প্রীতিটি উৎসবে আমায় সাজাও ভক্তি করে
মন্দিরে, মসজিদে, মাজারে, প্রতিমার গলায়, শহীদমিনারে,
আমার রুপ ও সুগন্ধে মুখরিত হয় চারিপাশ
প্রণয় শেষে আমি পড়ে রই অবহেলায় ত্তঁচলাকুড়ে  
এই কি তোমাদের ভালোবাসা, ভক্তি, তোমাদের সম্মান।
আমি শুধুই তোমাদের প্রয়োজন, প্রিয় নই।


অবশেষ !! মুখ মলিন করে  
শেষ ফুলটিও ঝরে পড়ে চুপটি করে নীরবে
অফুরন্ত গ্লানি নিয়ে বুকের গভীরে
আমি নির্বাক হয়ে ফিরে আসি দুফোঁটা অশ্রু চোখে
নির্দয় মানুষের ভুবনে, গোধূলির গোপন ধূসরে
নির্মম বাস্তবতার এই পান্থশালায়।
___________________
রচনাকাল: আঁধার সন্ধ্যা ৭.৫৫ মিনিট
৪-ই নভেম্বর বৃহস্পতিবার ২০২১ খ্রিষ্টাব্দ  
১৯ - ই  কার্ত্তিক ১৪২৮ বঙ্গাব্দ
২৯-ই  রবিউল আউয়্যাল ১৪৪৩ হিজরী  
গ্রিসের রাজধানী এথেন্স থেকে  
©️ Copyright সংরক্ষিত ®️