আমি চাই তুমি সাজবে একটু বিশেষ ভাবে  
প্রতি বসন্তে, প্রতি উৎসবে,  
ভালোবাসার অটুট বন্ধন থাকবে  
তোমার চুলের প্রতিটি মসৃণ ভাঁজে  
আমার কবিতার প্রেয়সী হয়ে
ভেসে থাকবে আমার নয়ন দর্পণে।
আনন্দ মুখর হতে চাই তোমায় ভেবে ভেবে
তুমি সাজবে শত উৎসবের রঙে,
মনের মাধুরী ঢেলে বিশেষ দিনগুলোতে
খুব কাছে পেতে চাই তোমাকে
আমি চাই তুমি থাকো আমার পাশে,  
দুঃখে, সুখে, আনন্দ অনুভবে,আমার অহংকারে।
আমি মনে মনে স্বপ্ন বুনে যাই,  
একটা ফুল হাতে দাড়িয়ে থাকি তোমার অপেক্ষায়
তুমি এলেই আদরে জড়িয়ে,
গুঁজে দেবো ফুল তোমার খোঁপায়
তোমার নিঃশ্বাসের সুগন্ধ নেবো নিঃশ্বাস ভরে
ভালোবাসার আলিঙ্গনে জড়িয়ে।
এতো শুধুই আমার কল্পনা,ছিল আমার একান্ত সুখ,
কিন্তু সে সব হলো না কিছুই
কখন যে বিধাতার নির্মম পরিহাসের আচমকা বাতাসে
আমার স্বপ্নের লাল নীল ঘুড়িগুলোর সুতো কেটে দিয়ে গেলো
তা আমি নিজেই জানতে পারিনি  
আনন্দের সেদিনগুলো পালালো স্বার্থের জানালা দিয়ে
প্রত্যাশা বিলীন হলো ঝাউ বনের আড়ালে
এখন শুধুই একাকিত্বের কোলাহল
আরশিতে দাড়িয়ে ব্যর্থ কথোপকথন নিজের সাথে।
___________________
রচনাকাল: শুভ্র সকল ৮.৪৫ মিনিট
২১ ফেব্রুয়ারি রবিবার ২০২১ খ্রিষ্টাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে
© Copyright সংরক্ষিত ®