আমি পথিক !!!
ভবিষ্যতের দুরন্ত পথিক
নিঃশব্দে ভেঙে শতাব্দীর ক্লান্ত প্রাণ
সময়ের অজস্র ব্যর্থতা নিয়ে খুঁজে ফিরি হন্য হয়ে
অন্তর্যামী অনুভূতির একটু প্রহসন,


বিষণ্ণতার সব যন্ত্রণা ভুলে গিয়ে
আবার ছুঁটে চলি নতুন পথে
নবো উদ্যমে-
জীবনের কিছু ঋণ শোধ করবো বলে,


একেশ্বরী সন্ধ্যায় হৃদয়ের রক্তিম আভাসে  
ভেসে আসে আমার যত অপূর্ণতার আত্মচিৎকার
অসংখ্য ভুলের করুণ প্রতিধ্বনি
তবুও চলি এক ক্লান্তিহীন, গন্তব্যহীন পথে,


আমি দেখেছি অবসন্ন চোখে হরপ্পা, মহেঞ্জোদারো,
সিন্ধু পারাপারের আরো কতো নির্বাক নিদর্শন
পূর্ণিমার আলোয় পুড়ে হয়েছে বিলীন    
সেখানেও রয়েছে-
অগণিত পথিকের পদচিহ্নের অস্তিত্ব,


সন্ধ্যা রাতের নির্জন সাঁকো পার হয়ে
যখন হামাগুড়ি দিয়ে নামে আঁধার
সময়ের পাঁজর বিদীর্ণ করে  
আমি থমকে দাঁড়াই
অন্ধকারের স্তব্ধ নীরবতায়
মৃত্যুর অক্ষয় সেতুর দ্বারে নির্দ্বিধায়
ফেলে আসা সকল ক্লান্তি ভুলে আগামী প্রত্যাশায়।
____________________
জন্মকাল:মেঘাচ্ছন্ন সকাল ১০.১০ মিনিট
১০'এ ফেব্রুয়ারি রবিবার ২০১৯ খ্রিষ্টাব্দ
২৮'ই মাঘ ১৪২৫ বঙ্গাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে
© Copyright সংরক্ষিত ®