( সকল ভাষা শহীদদের উৎসর্গ )


পলাশের রঙে শিমুল রাঙা বসন্ত শাখে
পাখিদের কলরবে মুখরিত এক সন্ধ্যায়
আমার দুঃখিনী মায়ের মুখ মলিন
ভারী তার নিঃশ্বাস,
বিরামহীন অশ্রুবর্ষণ তার চোখে
অনিশ্চিত ভবিষ্যতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে
শেষ হবার অপেক্ষায় অযৌক্তিক আঁধার রাত।


শতাব্দীর পর শতাব্দী কেটে যায়
কণ্ঠনালী চেপে ধরা অস্পষ্ট আর্তনাদে
মুখের ভাষা কেড়ে নেয়ার অব্যক্ত অনুভূতিতে
যুগ যুগান্তরের সঞ্চিত কষ্টের পাহাড়টা
ঝর্ণা হয়ে গড়িয়ে পড়েছে দু'নয়নে।


এ'প্রতারণার শেষ কোথায়
ভাষার জন্য যারা এনেছিল বর্ণমালা
তাদের সাথে করা প্রগাঢ় প্রতিজ্ঞা ভেঙে
ক্ষমতার নেশায় কুচকাওয়াজের ধ্বনিতে
চাপা দিতে চেয়েছিলো বাংলা ভাষা।  


অবশেষে বাংলার দামাল ছেলেরা
রক্তের জামা পরে প্রাণের মায়া ত্যাগ করে
স্লোগানে স্লোগানে মৃত্যুর ঘন্টা বাজিয়ে
ঢাকার রাজপথের বুকে রক্তাক্ষরে
লিখে দিয়ে গেলো পৃথিবীর শ্রেষ্ঠ এক সংগীত।


প্রতীক্ষমাণ অজস্র মায়ের অশ্রু ভেজা কণ্ঠে
বাংলার আকাশ বাতাস কাঁপিয়ে গুঁজে উঠলো
এক সাথে, আমার ভাইয়ের রক্তে রাঙানো
একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি।  
____________________
জন্ম সময়:অলস সন্ধ্যা  ৬.৪৫ মিনিট
২০ ফেব্রুয়ারি মঙ্গলবার ২০১৮ খ্রিষ্টাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে প্রকাশ
© Copyright সংরক্ষিত ®