আবার যদি দু'জন পুনরায় হারাই
বিদীর্ণ এই জীবন পথে
হয়তো হবে দেখা আবার কখনো
গভীর কোন স্বপ্নলোকে,  
যেভাবে পড়ে থাকে পুরোনো পাপড়ি
মলাটহীন বইয়ের পাতার ভাঁজে।


খুঁজে নাও উজাড় মানুষের হৃদয় মাঝে
ভালোবাসার অজস্র রং ও ঘ্রান
তাদের ভিড়ে'ই পাবে
গভীর আনন্দ কল্পলোকে,    
যেভাবে লুকানো থাকে স্মৃতির আয়না
প্রশান্তির দর্পনের মাঝে।


তুমি নও ঈশ্বর,
না আমার ভালোবাসা স্বর্গদূত স্বরুপ
দুজনে'ই মানুষ তবে কেন
এতো কালিমা এই সমাজলোকে,  
যেভাবে থাকে প্রদীপের নিচে
অন্ধকার নিরেট বাস্তবতার সাজে।


আজ নেই তুমি নাই আমি
না আমাদের অতীতের অটুট বন্ধন
যেভাবে বিন্দু হয়ে নদী মিশে সমুদ্রলোকে,
তোমার অস্তিত্ব ভাসে আজো  
আমার অবসরের ছায়ার আড়ালে
মায়াবী দু'নয়ন চেয়ে রয় অতন্দ্র লাজে।
__________________
জন্ম সময়ঃ-নিরানন্দ সকাল ৭০.১০ মিনিট
বুধবার ২৯ নভেম্বর ২০১৭ খ্রীস্টাব্দ
গ্রীসের রাজধানী এথেন্স থেকে প্রকাশিত
© Copyright সংরক্ষিত ®