নিজের অজান্তেই মাঝে মাঝে কেঁদে ফেলি
কোন এক অপ্রত্যাশিত ব্যথার দহনে
তুমি কখনোই জানতে পারবে না
নৈবেদ্যের সাজানো ডালিতে কতো প্রভাতের
শিশিরের কান্না ভেজা পাপড়ি ছিল
আরো ছিল কুড়োনো
কিছু স্মৃতির সনির্বন্ধ নিবেদন।


আগামী জীবনের জন্য অব্যক্ত অভিমানগুলো
এক এক করে সাজিয়ে রেখেছি
সন্ধ্যার সিঁদুর ছোঁয়া আকাশের অন্তরে
সময়ের উদাসী হওয়ার বুকের ব্যথিত গুঞ্জনে
ঝরা পাতার নীরব সুরের নিভৃতে
স্তব্ধ আকাশে মেঘের মৌন আলিঙ্গনে।


লিখে রেখেছি জনশূন্য মাঠের পাঁজরে
নিয়তির অভিশাপে হারানো এক কবিতা
অস্তিম সূর্যের আভা মেখে
কষ্ট তিলক লাগিয়ে প্রাণহীন কলমে
জলতরঙ্গের ঝংকারে কাঁপা বিহঙ্গের ডানায়
বৃষ্টির সীমানা ছুঁয়ে নীল দিগন্তের বুকে
ছেঁড়া পাণ্ডুলিপির বিবর্ণ রেখাহীন নীল পাতায়।
__________________
Friday 12 May 2017
শুক্রবার ২৯ বৈশাখ ১৪২৪
গ্রীসের রাজধানী এথেন্স থেকে
© Copyright সংরক্ষিত ®