হৃদয় দেবতা আমার,থাকো তুমি এই হৃদয়ে
অশ্রু হয়ে যেন না ঝরো কখনো এই নয়নে।
সোনালী রবির আলোর মত উজ্জ্বল গৌরবে
উল্কা হয়ে খসে যেও না জীবনের অকালে।
ফাগুন যেভাবে জীবনে বসন্ত আনে ডেকে
প্রেম দেবতা হয়ে আজন্ম বেঁচে থাকো এই হৃদয়ে।


কোকিলের শুভ্র কাকলী মাখা মধুর কণ্ঠ নিয়ে
ভরে দাও জীবন যৌবন সুর সঙ্গীত কলতানে।
হৃদয় মননে কাননে ফোটা সব পদ্ম তুলে নিয়ে
মালা গেঁথো তুমি রক্ত জবার রক্তিম লাল রঙে।


গোধূলি থেকে বৈচিত্র্য কিছু আলোক ছটা এনে
রঙে রঙে তুমি রাঙাও জীবন তেজস্বিনীর সাত রঙে।
উদাস বেলায় কষ্টে কাতর হয়ে যখন দু'চোখে অশ্রু নামে
তুমি আলতো ছোঁয়ায় মুছে দিয়ো একটু সুখের সুধা দিয়ে।
আমি আজীবন তোমার পূজো করে যাবো মন-দেবতা করে।
__________________
রচনাকাল: স্তব্ধ সন্ধ্যা ৮.৪৫ মিনিট
১২ এপ্রিল সোমবার ২০২১ খ্রিষ্টাব্দ
২৯-ই চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে  
© Copyright সংরক্ষিত