তুমি কি জানো কষ্টের দিনগুলো কাটে কতটা নির্মম ?
সময় থমকে যায় দুঃখরা বেঁধে রাখে চারিপাশ হরদম
চলার পথ জুড়ে ঘিরে রাখে বিষধর কালনাগিনীর ফণী
সময় চলে বিউগলের সুরে বয়ে নিয়ে অজস্র গ্লানি।
জীবনে নেমে আসে অদৃশ্য ব্যথাতুর ঘন কুয়াশার জাল
নিঃশ্বাসে বিশ্বাস কেঁদে যায় মৃত্যু দহনে ভেঙে যায় হাল
আলোর পথ সেযে কতদূর জানা নেই এ'কেমন অঞ্জলিকা
অন্ধকার গিলে খায় এক জোড়া চোখ লাগে বড়ই একা।
আকাশ হারায় শুন্যতা বজ্রনির্ঘোষে মেঘ নামে বৃষ্টি হয়ে
এক ফালি চাঁদ জ্যোৎস্না হারিয়ে ঝরে পড়ে ক্ষয়ে ক্ষয়ে
জীবন সপেছিলাম বিশ্বাসে আজো ভালোবেসে বেঁধে রাখি
সে ভালোবাসা আজ টেনে নিয়ে যায় মৃত্যূর দুয়ারে ডাকি।
প্রেমের দেবী প্রেম দাও মোরে শত প্রাণ আজ রাঙাতে
এক লৌহ মানবীর পাষাণ বুকের হৃদয়ের দ্বার ভাঙতে
আজ সব নিষিদ্ধ প্রাণে শুদ্ধ প্রেমের আল্পনা দেবো এঁকে
যুগে যুগে সব কবিরা এ প্রেমের ইতিহাস যাবে লিখে।
____________________
রচনাকাল: হিম সকাল  ১০.৪৫ মিনিট
১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার ২০২১ খ্রিষ্টাব্দ  
০১-ই আশ্বিন  ১৪২৮ বঙ্গাব্দ  
গ্রিসের রাজধানী এথেন্স থেকে  
© Copyright সংরক্ষিত ®