ভালোবাসার সাতকাহন লিখবো বলে
প্রেয়সীর কল্পনায় বিভোর হয়ে
শতাব্দীর ধুলো জড়ানো অবরুদ্ধ জানালার
আচ্ছাদন সরাতেই - চেয়ে দেখি
রূপসী চাঁদ আমার ঘরের জানালায়
একদৃষ্টে তাকিয়ে আছে,
ডাগর নয়নের আড়ালে নিয়ে উজ্জ্বল ভবিষ্যৎ।
মনের পর্দার আবরণ ছিন্ন করে
পবনের মৃদু দোলার স্পন্দন জানিয়ে যায়
তুমি অচিরেই আসছো আমার শূন্য উঠোনে
খিলখিল হাসির সুগন্ধ নিয়ে
কাজলা আঁখির কাজলে এঁকে ভাগ্যের রেখা
সকল প্রাপ্তি ও আকাঙ্ক্ষা বেঁধে আঁচলে
মায়া মমতাহীন নিষ্ঠুর জগত থেকে দূরে
পরিপূর্ণতার সুখানুভবে মনের বিস্তৃত সম্ভারের,
ঢলে পরা সূর্যের আঙিনায় দাঁড়িয়ে
পুনরায় হাসবে জীবন মন খুলে
গভীর আলিঙ্গনে, নিঃশ্বাসের বন্ধনে,
হারিয়ে যাওয়া অজানা জীবনের ব্যাকরণে।
_________________
রচনা : একাকী দুপুর ১.১৫ মিনিট
৩ অগাস্ট শনিবার ২০১৯ খ্রিষ্টাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে
© Copyright সংরক্ষিত ®