এসো না আর...প্রেম
প্রেম তুমি ভুলেও এসোনা আর এদিকে
উঁকি দিওনা নড়বড়ে দো'চালা টিনের ফাঁকে
ভাতের মতো এসে বসো না বৈশাখী ঝড়ের থাবায়
পড়পড় বাঁশের খুটির গোড়ায়
কালো মাটি কামড়ে পড়ে থেকো না বেহায়ার মতো
পাপিষ্টের হাসি হেসো না অমায়িকের ছদ্মবেশে
আসতে পারবো না আর অনাবিল হেসে।


মুমূর্ষ পিতা আমার বিনা চিকিৎসায় দু'চোখ
বুজেছিল এই খুটির গোঁড়ায়
নরপশুর হাতে ছিন্নভিন্ন ফুটেফুটে অবুঝ
কিশোরী বোন আমার চির আশ্রয় ভেবেছিল একে
সঙ্গে করে কেবল প্রিয় খেলার দড়ি
অসহায় মা আজো নীরব অশ্রুতে ভিজিয়ে
আকুল সিজদায় নত হয়
জননেতার ফসকে যাওয়া গুলিতে
পা হারানো মেঝো ভাই অযথাই অশ্রাব্য
গালি ছোঁড়ে ক্রমাগত
নিত্যদিনের সংগ্রামে ব্যর্থ সময়ের সর্বংসহা
অক্ষম আমার সমস্ত অব্যক্ত আক্রোশ
জ্বলন্ত চোখে ভস্বীভূত করে শতবার স্বভাবত।


এসো না প্রেম ,এসো না আর এদিকে
বেবুশ্যে নর্তকীর নিক্বণ চিৎকারে
নারীখেকো নিশাচরের অর্থের ঘোরে
ছয় ঋতুর বেশে ছয় সঙ সেজে
এসো না আর...প্রেতাত্মার কেষ্ট হেসে
আসতে পারবো না আমি আর অনাবিল হেসে।
____________________
রচনাকাল: রোদেলা সকাল ৯.৩০ মিনিট
২ এপ্রিল শুক্রবার ২০২১ খ্রিষ্টাব্দ
১৯-ই চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে  
© Copyright সংরক্ষিত ®