সাদা কালো খাঁজ কাটা ঘরে আমি শুয়ে আছি,  
আমার বুকে সাজানো রয়েছে অনেক কিছুই,
সিপাহী ঘোড়া হাতি মন্ত্রী রাজা সারি সারি,
সবাই নিষ্প্রাণ দাঁড়িয়ে আছে রুদ্ধ নিঃশ্বাসে।

হঠাৎ! অদৃশ্য ধ্বনিতে আহ্ববান,  
বেছে নাও তোমাদের যার যার পছন্দের রঙ,
হৃদয়ের স্পন্দন সারা দিয়ে জানিয়ে গেলো,
আমি সাদা রঙ হবো শান্তির পতাকা হাতে নিয়ে।

দাঁড়াবো জীবন উপত্যকায়।
মিত্রপক্ষ কালো রঙ পেলো তার ভাগে,
মৃত্যুর প্রতীক কালো রঙ নিয়ে ধেয়ে আসার অপেক্ষায়,
শুরু হলো জীবনের খেলা মনোযোগের গভীর চিন্তায়,
সিপাহী এক'পা দু'পা করে এগিয়ে আসছে,
আমিও প্রতিরোধ গড়ে তোলার আপ্রাণ চেষ্টায়,
একটু একটু করে এগিয়ে যাই।  
  
জীবন দাবা'ঘরে পিছনে ফেরার সুযোগ নেই,
নির্দ্বিধায় প্রাণপনে শুধুই এগিয়ে চলা,  
চলার পথে কতো ভাঙ্গা ইট পাথর বিছানো,
বিষণ্ণতায় জর্জরিত অহেতুক আশা চোখের পাতায়।

শত'শত সিপাহী পড়ে আছে পথের দু'ধারে-মাঝে,
আরো কত দাঁড়িয়ে আছে লাইনে অন্তিমের অপেক্ষায়,
সিপাহীর রাজার হাতের খেলার পুতুল মাত্র।
খেলা শেষ হলো অচিরেই জয়ী হলো মৃত্যু,  
হয়তো এটাই অবধারিত নিয়তির খেলা,  
হয়তো এভাবেই চলবে খেলা নিয়মিত,অবিরত।
_______________
২১/০৯/১৬.......এথেন্স,গ্রীস
© Copyright সংরক্ষিত ®