যখন কেউ আমাকে প্রশ্ন করে "তুমি কেমন আছো"
তখন এই কেমন থাকাটা সত্যি অবাক করে আমাকে
নির্দ্বিধায় এই মিথ্যাটি বলি "ভালো আছি"
হয়তো বলতে হয়, তাই বলি,
হয়তো এভাবেই জোর করে ভালো থাকতে হয়
তাই প্রতিনিয়ত ভালো থাকি
দিবানিশি হাসির আড়ালে দুঃখ লুকিয়ে
অঢেল ক্লান্তিকর বিষণ্ন সন্ধ্যায় বলি "ভালো আছি"


রাতের একাকী বিছানায় নিঃশ্বাসের তপ্ততায়
চাদরের প্রতিটি ভাঁজে ভাঁজে
নির্ঘুম রজনী নিঃসঙ্গতার স্মৃতি এঁকে যায়
নিজ সত্তায়, চোখের পালকের আড়ালে
অজস্র যুগের পাতা ঝরা প্রহরগুলো কাঁদায় নীরবে
জীবনের প্রতিদ্বন্দ্বিতা শুধুই সময়ের সাথে
তিলে'তিলে মিথ্যাবাদী বানিয়ে যায়
তাই নিজের অস্তিত্বের কাছে নিজেই নিস্তব্দ প্রশ্ন করি  
আমি কি সত্যি "ভালো আছি"
_____________________
লিখন কাল:অবসন্ন রজনী ১০.৪০ মিনিট
০৭ এ জুলাই শনিবার ২০১৮ খ্রিষ্টাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে প্রকাশ
© Copyright সংরক্ষিত ®