পশ্চিমের আকাশে যখন গোধূলির হাতছানি  
শহরের সকল ক্লান্তি ত্যাগ করে
যখন নেমে আসে ধীরে ধীরে দীনতার রাত
আমার ছোট্ট ছেঁড়া বিছানায়,
তখন রূপোর চাদরে মোড়া সৌখিন ইচ্ছাগুলো
ঝরে পড়ে বাতায়নের গা'বেয়ে
রূপালী জ্যোৎস্না হয়ে,
দক্ষিণের জানালার আবরণ ছিন্ন করে
রংধনুর আবছা রঙ লুটিয়ে পড়ে
বিবর্ণ অগোছালো মেঝের গালিচায়,
নির্বাক তাকিয়ে দেখি শূন্য অরণ্যে
স্মৃতির প্রদীপ নিভে যায় ধোয়াটে বাতাসে
ধূসর হেমন্ত দিনে, অতীত আর ভবিষ্যতের মাঝে
ফেলে আসা দিনের সকল ক্লান্তির মেলা
শুধুই রয়ে যায় আগামীর রেশ - জীবনের খেলা।
_________________
রচনা : নির্বাক রজনী ১.১৫ মিনিট
২৪' জুলাই বুধবার ২০১৯ খ্রিষ্টাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে
© Copyright সংরক্ষিত ®